Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১১:০৪

ঢাকা: জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ বেশ কিছু বিষয়ের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রায় সাড়ে পাঁচ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় মোট ৬৭ দিনের আলোচনার পর কমিশন এ তথ্য জানাতে যাচ্ছে। মার্চ থেকে মে পর্যন্ত প্রথম দফায় ৪৪টি বৈঠকে ৬২টি বিষয়ে ঐকমত্য হয়, আর দ্বিতীয় দফায় জুন থেকে জুলাই পর্যন্ত আলোচনায় আরও ১৯টি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি আলী রীয়াজ। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ, প্রধানমন্ত্রী পদে মেয়াদ সীমা, স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ একাধিক মৌলিক সংস্কার প্রস্তাব উঠে এসেছে।

বিজ্ঞাপন

তবে নারীর আসন বৃদ্ধি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, উচ্চকক্ষ গঠনসহ কয়েকটি বিষয়ে একাধিক দলের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে।

এ ছাড়া শ্রম, নারী, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোও জাতীয় সনদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে সাংবিধানিক সংস্কারসহ জুলাই সনদের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নের পথনকশা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এমপি