ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেক রাজনৈতিক দল বলেছেন জাতীয় সনদের ওপর ভিত্তি করে নির্বাচন করার কথা। কিন্তু নির্বাচন ইস্যুতে সিদ্ধান্ত দেওয়া ঐকমত্য কমিশনের দায়িত্ব নয়। ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের কাজ হচ্ছে বাস্তবায়ন করা যেগুলো বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই সনদ ইস্যুতে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এখন এই জুলাই সনদসহ আর যে-সব বিষয়ে সবাই একমত হয়েছে সেই বিষয়গুলোকে কীভাবে বাস্তবায়ন করা যাবে সেই বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। যাতে খুব দ্রুত এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে পারি।’
আলী রীয়াজ জানান, ২৮ জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে ঐকমত্য হয়, যার কিছু ইতোমধ্যে সরকার বাস্তবায়ন করেছে। দ্বিতীয় পর্যায়ে ২০টি সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা হয়— এর মধ্যে ১১টিতে সর্বসম্মত ঐকমত্য এবং ৯টিতে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণ ২৫টি বিষয়ে আলোচনা হয়নি।
অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে।