ঢাকা: সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় দিন। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার মধ্যে আবেদন দিতে হবে।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।
খসড়ায় ৩০০ আসনের মাঝে পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।
ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়। আজকোর পর আর কোনো দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সংক্রান্ত দরখাস্ত গ্রহণ করা হবে না।
এরপর দাবি-আপত্তি আসলে তা শুনানি শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সংস্থাটি।
সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানানোর শেষ দিন আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১০:১১ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১২:৩২
১০ আগস্ট ২০২৫ ১০:১১ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১২:৩২
সারাবাংলা/এনএল/এমপি