Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানানোর শেষ দিন আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১০:১১ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১২:৩২

নির্বাচন ভবন।

ঢাকা: সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় দিন। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার মধ্যে আবেদন দিতে হবে।

‎গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

‎খসড়ায় ৩০০ আসনের মাঝে পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।

‎ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়। ‎আজকোর পর আর কোনো দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সংক্রান্ত দরখাস্ত গ্রহণ করা হবে না।

‎এরপর দাবি-আপত্তি আসলে তা শুনানি শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সংস্থাটি।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর