Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিথিন উৎপাদন পরিবহণ ও বিপণন নিষিদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কৃষি মার্কেট পরিদর্শন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৩:৩১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৫:৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি মার্কেট এলাকায় জনসাধারণ, দোকানদার এবং ব্যবসায়ীদের মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা: দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহণ ও বিপণন রোধকল্পে স্বরাষ্ট্র উপদেষ্টা বাজার পরিদর্শন এবং জনসচেতনতা মূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় জনসাধারণ, দোকানদার এবং ব্যবসায়ীদের মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম বিলি করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব ফোর্সেসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামান, এনডিসিসহ পরিবেশ অধিদফতরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন, ‘আপনার জানেন, পলিথিন একটি অবিনষ্ট পদার্থ। এটি শত শত বছর ধরে পরিবেশে থেকে যায়, মাটির উর্বরতা কমায়, পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে এবং শহরাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার জন্ম দেয়। শুধু তাই নয়, এটি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ। সরকার বহু আগেই পলিথিন উৎপাদন, পরিবহণ ও ব্যবহার নিষিদ্ধ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকারক দিক বিবেচনা করে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও তা বন্ধ হয়নি।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি পলিথিনের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। তাই তিনি আহ্বান জানিয়েছেন সব নাগরিক, ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতা সবাই মিলে এই নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন গোপনে তৈরি করে বাজারজাত করে যাচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্রমে হুমকির মুখে পড়ছে। পলিথিনের ব্যবহার পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপর্যয় ডেকে আনছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইন শুধু বইয়ে থাকলে চলবে না, মাঠে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, তারা যেন পলিথিন বিরোধী অভিযান জোরদার করে। তবে একমাত্র জনসচেতনতাই পারে এই কাজকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করে তুলতে। এ প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ অধিদফতর যৌথভাবে পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রমসমূহ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘পরিবেশের ক্ষতি রোধ এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করছি। এই কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানানো হচ্ছে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন ঢাকার কারওয়ান বাজার, গুলশান, মিরপুর, কেরাণীগঞ্জ, উত্তরা, টঙ্গি এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের পরিবর্তে কী কী পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করা যায় এবং আইন লঙ্ঘনের শাস্তির বিধান সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন পরিবেশ বাদী সংগঠনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশের প্রত্যেকটি জনগণ যদি ব্যক্তিগতভাবে সচেতন হই সেই সাথে গণমাধ্যমের সহযোগিতায় এই সচেতনতাবার্তা দেশের সকলের মাঝে পৌঁছানো সম্ভব। একটি দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব সমাজ গঠনে অবৈধ পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধকল্পে জনগণকে সম্পৃক্ত করতে পারলে আমাদের এই কার্যক্রম সফল হবে।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সারাবাংলা/ইউজে/এমপি

পরিবহণ পলিথিন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর