Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে নারী সহিংসতা প্রতিরোধে কাজ করছে কুইক রেসপন্স টিম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২১:১৬

জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ‘প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় নীতিগত সুপারিশ’ শীর্ষক জাতীয় সংলাপে উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারাদেশে কুইক রেসপন্স টিম কাজ করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ‘প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় নীতিগত সুপারিশ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন স্থানে নারী সহিংসতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত কুইক রেসপন্স টিম সক্রিয়ভাবে কাজ করছে।”

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, “বর্তমানে বাল্যবিয়ের সংজ্ঞা পাল্টে গেছে। এর মূল কারণ মোবাইল প্রযুক্তির অপব্যবহার। ছোট ছোট মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে নারী নির্যাতনের শিকার হচ্ছে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে যাতে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা এ ধরনের পরিস্থিতিতে না জড়ায়।”

শারমীন এস মুরশিদ জানান, জাগো নারী উন্নয়ন সংস্থা, নারী পক্ষ, হিউম্যান রাইটস বাংলাদেশ, সাইবার টিনস ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, ব্লাস্ট, ব্র্যাকসহ ২২টি সংগঠন বর্তমানে নারী নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্মে থাকা শিক্ষিত তরুণ-তরুণীদের টেকনোলজির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে একটি মেয়েকে সহিংসতা থেকে রক্ষা করতে।”

সারাবাংলা/এফএন/এমপি

উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারী সহিংসতা মহিলা ও শিশু