ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে বসেন।
বেলা ১টার দিকে সিইসির কক্ষ থেকে বের হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদন হয়ে গেছে, এখন শুধু টাইপিং চলছে।”
এদিন সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত শুনানি শেষ হয়। বিকেলে সার্বিক বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে ইসি সচিবের।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির পাশাপাশি কর্মপরিকল্পনা নিয়েও জানানো হবে।”
এর আগে গত বৃহস্পতিবার ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা’ নিয়ে নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা বৈঠক করেন। সেসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি নিয়ে ব্রিফ করা হবে।
রোডম্যাপে দল নিবন্ধন, আসনসীমা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।