Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিপি নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:৪০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:৫২

ছবি: সারাবাংলা

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সমবেদনা জানিয়েছেন।”

প্রধান উপদেষ্টা নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে, এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, লাঠির আঘাতে নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।

সারাবাংলা/জিএস/এমপি

তদন্ত নুরুল হক নুর ভিপি নুর শফিকুল আলম হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর