ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন রাতে তিনি কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, সিইসি ফিরবেন আগামী ১৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন। কানাডায় অবস্থানকালে সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরোন্টে ও অটোয়ায়।
এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন।
বর্তমানে নির্বাচন কমিশন বিশ্বের দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে।
আজ কানাডা যাচ্ছেন সিইসি
স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
সারাবাংলা/এনএল/এমপি
এএমএম নাসির উদ্দিন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী