Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ এবং ধ্বংস হয়েছে ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি। এতে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠাচ্ছে। সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ।

বিজ্ঞাপন

এ ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করছে।

এর আগে, ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

সারাবাংলা/একে/এমপি

আফগানিস্তান ক্ষতিগ্রস্ত ভূমিকম্প মানবিক সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর