Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত সময়ের তুলনায় বর্তমান নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত: ইসি আনোয়ারুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১

আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলন।

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) শক্ত মেরুদণ্ড নিয়ে দায়িত্ব পালন করছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে এবং কারও প্রতি রাগ বা অনুরাগ থেকে বিরত থেকে দায়িত্ব পালন করছে।’

এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত। ইহকালে যেমন এর খেসারত দিতে হবে, তেমনি পরকালেও জবাব দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।’

অন্যদিকে, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ‘নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেন্ডারবান্ধব নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ ওই একদিনই নারীরা সমান গুরুত্ব ও অধিকার পান।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

এ সময় কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং নিজেদের দাবি তুলে ধরেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে
১৭ নভেম্বর ২০২৫ ১১:১৭

চাকরি দিচ্ছে এসিআই
১৭ নভেম্বর ২০২৫ ১০:৫১

রূপায়ণ গ্রুপে চাকরি'র সুযোগ
১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর