Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপে সিইসি।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত অনেক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেছেন, নির্বাচন আইনের ৯টি সংশোধনী প্রক্রিয়াধীন রয়েছে এবং ভোটার তালিকার সর্বশেষ পর্যালোচনা ও বাড়ি বাড়ি যাচাই কার্যক্রম শেষ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপে সিইসি এসব কথা বলেন। সংলাপের সভাপতিত্ব করেন সিইসি নিজেই। এতে উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইসির উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘নারী ভোটার ও সাধারণ ভোটারের ব্যবধান কমানোর জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। আইটি সাপোর্ট, পোস্টাল ব্যালটসহ সব প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষার পর হাতে নেওয়া হয়েছে। এবার সবাই, এমনকি হাজতে থাকা মানুষও ভোট দিতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের পরামর্শ আমাদের জন্য পথপ্রদর্শক হবে।’

সংলাপে মোট ৩৩ জন শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর