Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় ফেসবুকে গুজব-সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন, যা চলবে ২ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন

তিনি জানান, পূজায় সারাদেশে প্রায় এক লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির ৪৩০ প্লাটুন, ২৪টি বেসক্যাম্প ও প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে কমিটির অন্তত সাতজন সদস্য পালাক্রমে টহল দেবেন।

এছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। তাদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে নিরাপত্তা নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর চেষ্টা শনাক্ত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ও সাম্প্রদায়িক উসকানি ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা এ বিষয়টি স্পষ্ট করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সে প্রস্তুতি নিয়েই কাজ করছে।

সারাবাংলা/ইউজে/এমপি

গুজব জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্গাপূজা স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর