Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধকরণ বাস্তবায়ন: আগতদের দেওয়া হচ্ছে কাপড়ের ব্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার আগে থেকেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে অভিযান শুরু হয়।

অভিযানে সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের হাতে যদি নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া যায়, তা জব্দ করে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ প্রদান করা হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে সচিবালয়ে এসইউপি নিয়ে প্রবেশ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাচ্ছেন। এ সময় আগতদের এসইউপির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম মাত্র শুরু হয়েছে। ধাপে ধাপে সারাদেশের সরকারি অফিসে এটি সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।

সারাবাংলা/ইউজে/এমপি

জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক