Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেই জ্যামে আটকা পড়লেন মহাসড়কের উন্নয়ন দেখতে আসা উপদেষ্টা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৩:২৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৫:০৮

ব্রাহ্মণবাড়িয়া: যানজট পরিদর্শনে এসে নিজেই যানজটে আটকা পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে রেলপথে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে পৌঁছে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন তিনি। কিন্তু আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় এসে পড়ে যান দীর্ঘ যানজটে। মূলত তিনি যে মহাসড়ক পরিদর্শনে যাচ্ছিলেন, সেই ঢাকা-সিলেট মহাসড়কেরই ওই অংশে সৃষ্টি হয়েছে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক ৪ লেন করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এর ফলে গর্তে ভরা এই পথে যানবাহনের গতি অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে। একপাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পরিদর্শনের আগে গত ৫ অক্টোবর থেকে খানাখন্দ ভরাটের কাজ শুরু হলেও যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ফলে সড়কের দুরবস্থা ও যানবাহন চলাচলের ভোগান্তি নিজের চোখেই দেখতে হলো উপদেষ্টা ফাওজুল কবিরকে।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, উপদেষ্টা সরাইলের পথে যাত্রা শুরু করলেও আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন।

সারাবাংলা/এমপি

মুহাম্মদ ফাওজুল কবির খান যানজট সড়ক ও সেতু মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর