Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৩

লেখক রকিব হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালিসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালিসিস শুরুর কিছুক্ষণ আগেই তিনি মৃত্যুবরণ করেন।’

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর; কুমিল্লায়। তবে বাবার বদলির চাকরির সুবাদে ছেলেবেলা কেটেছে ফেনীতে।

বিজ্ঞাপন

ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার পাট চুকিয়ে নিয়মমতো যোগ দিয়েছিলেন চাকরিতেই। কিন্তু কোথাও মন টেকেনি বেশিদিন। তাই একে একে বদলেছেন বেশ কয়টা চাকরি।

অনেক চেষ্টার পরও অফিসের বাঁধাধরা ৯টা-৬টার ঘড়ির কাঁটায় আটকে থাকতে পারেননি। অবশেষে সব ছেড়েছুড়ে লেখালেখি শুরু করলেন একদিন। লেখক সত্তার সঙ্গেই নিজের অচ্ছেদ্য বন্ধন টের পেলেন। তারপর তো লেখালেখিকে বেছে নিলেন পেশা হিসেবে। হলেন পুরোদস্তুর লেখক।

আজ কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয় তিনি। লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে। নামে-বেনামে লিখেছেন চার শতাধিক বই।

বিশ্বসেরা ক্ল্যাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই। তার পরও শুধু তিন গোয়েন্দার স্রষ্টা হিসেবেই অসংখ্য পাঠকের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই পেয়েছেন এই ভীষণ প্রচারবিমুখ মানুষটি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর
২২ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

আরো

সম্পর্কিত খবর