Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:০৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১২:৪৬

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ভারতের ত্রিপুরায় একদল জনতার দ্বারা তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের ক্ষেত্রে অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চালাতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সব মানুষ, তাদের জাতীয়তা নির্বিশেষে, মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী, সীমান্তের যে প্রান্তে থাকুক না কেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর