ঢাকা: শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিশেষ আয়োজন করছে একশনএইড বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘শিশু অধিকার সপ্তাহ–২০২৫’ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দল ও নীতি–নির্ধারকদের কাছে পেশ করা হবে একটি ৬ দফা শিশু ইশতেহার। এতে রয়েছে—মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে কঠোর আইন প্রয়োগ, এবং ডিজিটাল দুনিয়ায় নিরাপদ পরিবেশ তৈরিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে ‘শিশুদের ক্ষমতায়ন, বাল্যবিবাহের অবসান ও ডিজিটাল দুনিয়ায় নিরাপদ শৈশব’ শীর্ষক প্যানেল আলোচনা এবং প্রতীকী শিশু সংসদ অধিবেশন। সেখানে শিশুরা সরকারি কর্মকর্তাদের সামনে সরাসরি তাদের অভিজ্ঞতা ও দাবি উপস্থাপন করবে।
একশনএইড বাংলাদেশ-এর সিনিয়র অফিসার (কমিউনিকেশনস) মো. জাহিদ-ই-হাসান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের নিজেদের কণ্ঠকে প্রভাবশালী করার সুযোগ দিতে চাই, যেন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে।’