Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে সরকারের নতুন নির্দেশনা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে সভা।

ঢাকা: সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণ কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ সংক্রান্ত ১২ দফা নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ১৩ অনুযায়ী প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’ -এর (এস.আর.ও নং-১৬৫-আইন/২০২৩, তারিখ: ২৩ মে ২০২৩) আলোকে নির্দেশনাগুলো কার্যকর করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী—

বিজ্ঞাপন
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিআইডব্লিউটিএ সেন্টমার্টিনে কোনো নৌ যান চলাচলের অনুমতি দিতে পারবে না।

  • পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে Travel Pass ও QR Code থাকবে। QR Code ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে।

পর্যটন কার্যক্রমে এবার সময়সূচি ও সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে—

  • নভেম্বর মাসে কেবল দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রিযাপন নিষিদ্ধ।

  • ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।

  • ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

  • প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।

দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ বা কেয়া ফল সংগ্রহ–বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক–ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করাও নিষিদ্ধ।

এছাড়া সৈকতে মোটরসাইকেল ও সীবাইকসহ মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

দ্বীপে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক (যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান–শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০–১০০০ মি.লি. বোতল ইত্যাদি) বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার আশা করছে, এসব নির্দেশনা কার্যকর হলে সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ।

উল্লেখ্য, পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই-টিকিটিং ব্যবস্থাপনা বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর