ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে বিম্ফোরণ ঘটিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুভ নামে একজনকে হাতেনাতে আটক করেছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
এ ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শন করেন তেজগাঁওয়ের জোনের ডিসি ইবনে মিজান।
তিনি গণমাধ্যমকে জানান, ঘটনার পরপর নির্বাচন ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান আরো বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তদন্ত করে বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।’