Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ককটেল বিস্ফোরণ
আগারগাঁওয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

নির্বাচন কমিশন।

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অফিস সময়ের পর আগারগাঁও এলাকায় সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম।

চিঠিতে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনের সামনে ভাস্কর্যের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

ইসি জানায়, অফিস সময়ের পর এবং ছুটির দিনে ভবনের আশপাশে ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং পুলিশ টহল জোরদারের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর