Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে: শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪১

ঢাকা: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিরোধ থাকলেও আগামী শিক্ষাবর্ষেও (২০২৬) লটারি পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম চলবে। শিগগিরই এ বিষয়ে নীতিমালা প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, নানা দিক বিবেচনা করে এবারও স্কুলে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমেই হবে। খুব শিগগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অভিভাবকদের একটি অংশ ভর্তি পরীক্ষার দাবি তুলেছিল। কেউ কেউ মানববন্ধনও করেছেন। তবে এখন লটারি পদ্ধতি বাদ দেওয়া সম্ভব নয়। এটা পরিবর্তন করতে হলে অন্তত এক বছর আগে ঘোষণা দিতে হয়। অন্তর্বর্তী সরকার এমন ঝুঁকি নিতে চায় না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর