Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপপ্রচার রোধে টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে অপপ্রচার ও গুজব রোধে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং বাংলাদেশের প্রধান আবু নাঈম।

ইসি সূত্র জানায়, বৈঠকটি ছিল মূলত সৌজন্যমূলক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার ঠেকাতে করণীয় বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এতে।

বিজ্ঞাপন

তবে বৈঠক শেষে টিকটক প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে কোনো বক্তব্য দেননি। তারা একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই মন্তব্য সীমিত রাখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর