Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২৫০০ সদস্য মোতায়েন থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২০:০১

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর ৯০ হাজার এবং নৌবাহিনীর ২ হাজার ৫০০ সদস্য থাকবেন। নির্বাচনের সময় দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর একটি কোম্পানি মোতায়েন থাকবে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে সেনা কর্মকর্তারা এই তথ্য জানান।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে নির্বাচনের আগের ৭২ ঘণ্টা ও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কার্যকর ব্যবহারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর