ঢাকা: পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন— অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. শাহরিয়ার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ড. মোহাম্মদ আবদুল কাদের, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ সদর দফতরের মো. জান্নাতুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন। আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।