Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি নায়েক আকতার হোসেনের সামরিক মর্যাদায় দাফন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৬:০৭

যথাযোগ্য সামরিক মর্যাদায় আকতার হোসেনকে দাফন করা হয়েছে।

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্ভীক সৈনিক নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনকালে মায়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১ নভেম্বর) সকালে বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে তার মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে পরিবারের কাছে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা সম্পন্ন করা হয় এবং যথাযোগ্য সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

নায়েক আকতার হোসেন নম্বর-৬২১১৬ ১২ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মাইনের বিস্ফোরণে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে আনা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করে যে বীরত্ব দেখিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছে।

সীমান্তের অতন্দ্র প্রহরীদের মধ্যে নায়েক আকতার হোসেনের ত্যাগ দেশের জন্য এক গৌরবগাঁথা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর