ঢাকা: আগামী বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘তাবলিগ জামাতের দুই পর্বের আয়োজনই নির্বাচনের পর হবে। তবে কোন মাসের কত তারিখে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।’
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজের দফতরে তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’