Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ নভেম্বরের মধ্যে সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে ইসির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:৫১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১২:৫৫

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর তালিকা দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তালিকাটি নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।

এছাড়া, তালিকার হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি—উভয় সংস্করণই নির্ধারিত ছক মোতাবেক জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ ১২:৪৩

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
৬ নভেম্বর ২০২৫ ১২:৩৫

আরো

সম্পর্কিত খবর