নেত্রকোনা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হবে। দেশে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। তবে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বিভিন্ন স্থানে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের লক্ষ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। নানা দোহাই দিয়ে, অন্যদের ক্ষতিগ্রস্ত করতে অনেক কিছু করছে তারা। তবে চতুর্দিকে নির্বাচনি হাওয়া বইছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য অন্তর্বর্তী সরকার দিনের পর দিন কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা দায়িত্বশীল হলে সমাজে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক গভীর করা গুরুত্বপূর্ণ, যাতে জনগণের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে যায়।’
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।