Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনের সফরে ঢাকা আসছেন বৃটিশ উন্নয়নমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১০:৩৫

বৃটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।

ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় আসছেন বৃটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। প্রস্তাবিত সূচি অনুযায়ী বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে, অর্থাৎ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে পৌঁছাবেন তিনি।

সরকারি ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুনিয়ার বিভিন্ন দেশে ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে বৃটেন। কিন্তু কিয়ার স্টারমার সরকারের নেওয়া সহায়তা–কাটছাঁট নীতির প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচনী অনিশ্চয়তায় বাংলাদেশের পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়তে পারে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ–রাজনীতিতে।

বিশেষ করে বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততার প্রস্তাব এবং মিয়ানমারের রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠার গুঞ্জনের প্রেক্ষাপটে বৃটিশ উন্নয়নমন্ত্রীর এই সফরকে কূটনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

বিজ্ঞাপন

সফরের প্রথম দিন ব্যারোনেস চ্যাপম্যান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে দায়িত্বরত আইএনজিও প্রতিনিধি, ক্যাম্প–ম্যানেজমেন্টে যুক্ত সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরদিন শুক্রবার সরকারি ছুটির দিন হলেও, ওই দিন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–বিডা চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়েই এসব বৈঠকে মতবিনিময় হবে।

উল্লেখ্য, বৃটিশ লেবার পার্টির এমপি জেনি চ্যাপম্যান বর্তমানে বৃটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি টিসাইড ইউনিভার্সিটির প্রথম নারী আচার্য ছিলেন।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ইউসেপ বাংলাদেশ
১২ নভেম্বর ২০২৫ ০৯:২৭

আরো

সম্পর্কিত খবর