Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে আমরা থাকব নিরপেক্ষ রেফারির ভূমিকায়: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১১:০৮

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম পর্বে এ এম এম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম পর্বে তিনি এ কথা বলেন।

সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, ‘নির্বাচনে আমরা থাকব নিরপেক্ষ রেফারির ভূমিকায়, খেলবেন আপনারা। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে নিবন্ধিত ৫৪টি রাজনৈতিক দল আছে। এই ৫৪ দলের প্রত্যেকের কাছে আমরা সমান। আমাদের কাছে ছোট বা বড় বলে কিছু নেই। তাই আজ আপনাদের সুচিন্তিত মতামত চাই।’

বিজ্ঞাপন

আচরণবিধি বাস্তবায়ন প্রসঙ্গে সিইসি জানান, আসন্ন নির্বাচন সামনে রেখে আমরা আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেছি গত পরশুদিন। এতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ঢাকার আনাচে–কানাচে এখনো অনেক পোস্টার ঝুলছে। আচরণবিধি অনুযায়ী এগুলো সরানোর দায়িত্ব আপনাদেরই।

নির্বাচন আয়োজনে কমিশনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘এই নির্বাচন করতে গিয়ে আমাদের ওপর অতিরিক্ত কাজের চাপ এসেছে। যুদ্ধ করতে হচ্ছে বহু দিক থেকে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া বিকল্প নেই।’

আজ সকালে ছয়টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার, উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর