Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে সহায়তা দেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৪:৪৭

ঢাকা: সম্প্রতি দেশে সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শনিবার (২২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের পরই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র সক্রিয় করা হয়েছে। কেন্দ্রের হটলাইন ০২৫৮৮১১৬৫১–এ বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে।

ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব

এপর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা—থেকে পাওয়া তথ্য অনুযায়ী ক্ষতির চিত্র নিম্নরূপ:

বিজ্ঞাপন
  • ঢাকা জেলা: ৪ জন নিহত, ৫৯ জন আহত

  • নারায়ণগঞ্জ: ১ জন নিহত, ১৮ জন আহত

  • নরসিংদি: ৫ জন নিহত, ১১০ জন আহত

  • গাজীপুর: ২৫২ জন আহত

  • মাগুরা: ২২ জন আহত

সব মিলিয়ে ১০ জন নিহত এবং ৪৬১ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই সহায়তা ইতোমধ্যে শুরু হয়েছে এবং অব্যাহত আছে।

পরিস্থিতির উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে অনেক আহত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, এবং নিরূপণ শেষে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর