Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৭:২৯

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।

ঢাকা: তিন দিনের সফরে ঢাকায় অবস্থানরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বিমানবন্দর থেকে শেরিং টোবগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান।

সফরের প্রথম দিনই ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। একই দিন প্রতিনিধি পর্যায়েও বৈঠক হওয়ার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর