ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এছাড়াও চার কমিশনার ও ইসি সচিবলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত আছেন।
আজ দুই ভাগে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বৈঠক হবে। সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং দুপুর ২টা থেকে ৪১টিসহ মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ হবে।
জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনে লক্ষ্যে এরইমধ্যে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, নারীনেত্রী এবং শেষে ৪৭টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।