Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৬৮ হাজার

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১০:৫১

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: পোস্টাল ব্যালটে ভোটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরবের প্রবাসীরা—২৬ হাজার ৩১৬ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ৫২৯ এবং নারী ভোটার ১৮ হাজার ১৬৫। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ২৮২ জন।

ইসি কর্মকর্তা জানান, ‘বিগত পোস্টাল ব্যালট কার্যকর হয়নি। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রবাসীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

বিজ্ঞাপন

নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর। প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধন তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য খোলা থাকবে।

নিবন্ধনকারী প্রবাসীদের ঠিকানায় ভোটের ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট পূর্ণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন চলছে এমন দেশে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, হংকংসহ আরও অনেক দেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর