ঢাকা: রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ৩০ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’ অনুষ্ঠিত হবে।
এই কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। এছাড়া আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন যোগ দেবেন।
কনভেনশনে বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ ও চেম্বার থেকেও ডেলিগেশন উপস্থিত থাকবেন, যাতে দেশীয় ব্যবসায়ী ও প্রফেশনালদের মধ্যে নেটওয়ার্কিং হয়। এছাড়া বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকরা এই কনভেনশনে অংশ নেবেন। আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’, সহ-আয়োজক হিসেবে আছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।
দিনব্যাপী কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করা হবে। সেসব সেমিনারে কি-নোট স্পিকার ও আলোচক হিসেবে দেশ ও প্রবাসের বরেণ্য ব্যক্তিত্বরা অংশ নেবেন। এছাড়া এই আয়োজন থেকে দেওয়া হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’, যেখানে বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান করা হবে।
এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানান, এবারের কনভেনশনের প্রধান লক্ষ্য দেশ ও প্রবাসের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। প্রবাসে যারা বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা আছেন, তাদের দেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে এবং দেশীয় উদ্যোক্তাদের কাজে দক্ষ প্রবাসী পেশাজীবীদের সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।