Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ঘন কুয়াশা, শীতের তীব্রতা বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১০:০৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:১১

ঘন কুয়াশায় ঢাকা চারদিক

ঢাকা: ভোর থেকেই কুয়াশায় ঢেকে আছে পুরো রাজধানী শহর। সকাল পৌনে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে জনজীবনে শীতের অনুভূতি তুলনামূলক বেশি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে তা নেমে আসে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ, যা কুয়াশার ঘনত্ব বাড়াতে ভূমিকা রাখে।

ঘন কুয়াশার কারণে সকালবেলা সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। বিশেষ করে মহাসড়ক ও খোলা এলাকায় দৃষ্টিসীমা কমে আসায় চালকদের সতর্ক হয়ে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত মৌসুমে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রভাব বাড়তে পারে। আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে ভোর ও রাতের সময় গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

জবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
২৬ ডিসেম্বর ২০২৫ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর