Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ আসনে মনোনয়ন জমা ২৫৮২টি [তালিকাসহ]

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ০২:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:৩২

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে দেশজুড়ে ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যদিও মনোনয়নপত্র নিয়েছিলেন ৩ হাজার ৪০৭ জন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

‎নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

‎মনোনয়ন জমাদানকারীদের তালিকা দেখুন…

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর