Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:১৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:০৪

রিটার্নিং অফিসারের কার্যালয়, গাজীপুর। ছবি: সংগৃহীত

‎ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে দেশজুড়ে ৩০০ সংসদীয় আসনে দুই হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

‎সোমবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন প্রার্থী। তারা হলেন- মো. মজিবুর রহমান (বিএনপি), শাহ্ আলম বকশী (জামায়াতে ইসলামী), মাওলানা জিএম রুহুল আমিন (বাংলাদেশ ইসলামী আন্দোলন), এসএম শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), তাসলিমা আক্তার (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) এবং এমারাত হোসেইন আরিফ (স্বতন্ত্র)।

বিজ্ঞাপন

গাজীপুর-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- এম. মনজুরুল করিম রনি (বিএনপি), তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), মুহাম্মদ হোসেন আলী (জামায়াতে ইসলামী), হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সালাহ উদ্দিন সরকার (স্বতন্ত্র), মো. জিয়াউল কবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মাসুদ রেজা (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- মার্কসবাদী), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), জিৎ বড়ুয়া (স্বতন্ত্র), সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মো. মাহবুব আলম (জাতীয় পার্টি), মো. ইস্রাফিল মিয়া (জাতীয় পার্টি), খন্দকার রুহুল আমিন খেলাফত মজলিশ), মো. শরিফুল ইসলাম (জনতার দল), মো. আব্দুল কাউয়ুম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), আব্বাস ইসলাম খান (এবি পার্টি), আলী নাছের খান (এনসিপি) ও মাহফুজুর রহমান খান (গণ অধিকার পরিষদ)।

গাজীপুর- ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তারা হলেন- এস, এম, রফিকুল ইসলাম (বিএনপি), মো. জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মুহাম্মদ এহসানুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), গোলাম সাব্বির আলী (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (জাতীয় পার্টি), মুফতি শামীম আহমদ (ইসলামী ঐক্যজোট), মো. ইজাদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কৌশিক আহমেদ (আমার বাংলাদেশ পার্টি) এবং আশিকুল ইসলাম পিয়াল (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)।

গাজীপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হলেন- শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), সালাহ উদ্দিন আইউবী (জামায়াতে ইসলামী), মানবেন্দ্র দেব (সিপিবি), মো. জাকির হোসেন (আম জনতার দল), মো. কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এনামুল কবীর (জাতীয় পার্টি), মনির হোসাইন (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), মোহাম্মদ শফিউল্লাহ (স্বতন্ত্র) এবং মো. আবুল হাসেম (স্বতন্ত্র)।

গাজীপুর– ৫ আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- এ কে এম ফজলুল হক মিলন (বিএনপি), মো. খায়রুল হাসান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), কাজল ভূঞা (গণফোরাম), মো. আজম খান (জনতার দল), রুহুল আমিন (খেলাফত মজলিস), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ডা. মো. সফিউদ্দিন সরকার (জাতীয় পার্টি)।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর