Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের সবজিতে স্বস্তি, কিন্তু চড়া টমেটো-শসা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৩:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ বেড়েছে। দীর্ঘদিন পর অধিকাংশ মৌসুমি সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সরবরাহ বাড়লেও টমেটো ও শসার দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়ে গেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, রামপুরা ও আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম, বেগুন ও মিষ্টি কুমড়ার দাম কেজিতে ৫০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আলুর দাম নেমেছে কেজিতে ৩০ টাকায়।

তবে এসব সবজির ভিড়েও ব্যতিক্রম হয়ে আছে টমেটো ও শসা। পাকা টমেটো ও শসা-দুটোই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। কাঁচা মরিচের দামও তুলনামূলক বেশি, কেজি ১২০ টাকা। যদিও কাঁচা টমেটো ৪০ টাকা এবং গাজর ৫০ টাকায় মিলছে। পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে প্রতি মুঠো ১৫ টাকায়।

বিজ্ঞাপন

সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা বেসরকারি চাকরিজীবী আয়নাল হক বলেন, ‘আজ বাজারে এসে সত্যিই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বেশিরভাগ সবজির দাম আগের চেয়ে অনেক কম। তবে টমেটো আর শসার দাম এখনো বেশি, এটা চোখে পড়ার মতো।’

বিক্রেতাদের ভাষ্য, মৌসুম চলায় মাঠপর্যায়ে উৎপাদন বেড়েছে, ফলে বাজারে সরবরাহও ভালো। রামপুরা বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘এখন সবজির জোগান ভালো থাকায় দাম কমেছে, কিন্তু পরিবহন খরচ আর মাঝখানের কিছু সিন্ডিকেট না থাকলে দাম আরও কম হতে পারত।’

দীর্ঘ সময় সবজির দাম চড়া থাকার পর শীতের মৌসুমে এই মূল্যহ্রাসকে স্বস্তির খবর হিসেবে দেখছেন ভোক্তারা। তবে টমেটো ও শসার মতো নিত্যপ্রয়োজনীয় কয়েকটি সবজির দাম নিয়ন্ত্রণে না এলে বাজারে স্বস্তি পুরোপুরি ফিরবে না বলেই মত সংশ্লিষ্টদের।

সারাবাংলা/এফএন/এএ