ঢাকা: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারিতে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে এক থেকে দু’টি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র মাত্রার হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে। এ সময়ে দুই থেকে তিনটি মৃদু (৮-১০) ও মাঝারি মাত্রার (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ এবং এক থেকে দু’টি মাঝারি থেকে তীব্র মাত্রার (৬–৮ ডিগ্রি থেকে ৪–৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।