Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদী হত্যার বিচারে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩৮

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

মুন্সীগঞ্জ: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। তবে হাদী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি হাদী হত্যার সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে। কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসামিরা কোথায় অবস্থান করছে। কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি সুনির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে বলা যেত তারা ভারতেই রয়েছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

তিনি আরও জানান, ‘হাদী হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে। দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে।’

এর আগে শনিবার সকাল থেকেই পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহিদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর