Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও কমার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২১:৩৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৭

ঢাকার শীত। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। আজ রোববার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল দেশের তিন স্থানে (নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী) সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সে তুলনায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, রাজধানীতে শীতের তীব্রতা গতকালের তুলনায় খানিকটা বেড়েছে এবং এই ধারা অব্যাহত থাকতে পারে। আজ রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

তিনি বলেন, ‘আগামী দুয়েকদিন সারাদেশের তাপমাত্রা কমতে পারে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এরপর ৭ জানুয়ারি তাপমাত্রা এক ডিগ্রি বাড়লেও আগামী ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।’

শীতের তীব্রতা বাড়ার কারণ হিসেবে কুয়াশাকে দায়ী করেছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘সাধারণত কুয়াশার আধিক্যের ওপর তাপমাত্রা নির্ভর করে। কুয়াশা বেশি হলে তাপ কমে গিয়ে শীত অনুভূত হয়। আগামী কয়েকদিন সারাদেশে কুয়াশা বেশি পড়তে পারে, ফলে শীতও বেশি অনুভূত হতে পারে।’

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়াও, আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ; ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ; ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর