Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ০৯:২০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৩

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে।

৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) বৈধ-অবৈধ প্রার্থী মনোনয়নে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে।

‎এরই মধ্যে, আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

‎বুথ নং-১ (খুলনা অঞ্চল) : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা।

বিজ্ঞাপন

‎‎বুথ-২ (রাজশাহী অঞ্চল) : ‎জেলা সমূহ হচ্ছে- জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা,

বুথ-৩ (রংপুর অঞ্চল) : জেলা সমূহ হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।

‎বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল) : জেলা সমূহ হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান।

‎‎বুথ-৫ (কুমিল্লা অঞ্চল) : ‎জেলা সমূহ হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।

‎বুথ-৬ (সিলেট অঞ্চল) : ‎জেলা সমূহ হচ্ছে- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ,

‎বুথ-৭ (ঢাকা অঞ্চল) : জেলা সমূহ : টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।

‎বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল) : জেলা সমূহ হচ্ছে- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা,

‎বুথ-৯ (বরিশাল অঞ্চল) : জেলা সমূহ হচ্ছে- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর,

‎‎বুথ-১০ (ফরিদপুর অঞ্চল):‎জেলা সমূহ হচ্ছে- রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর।

‎ইসির দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬টি, দাখিল ২ হাজার ৫৬৮টি; এর মধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২টি, আর বাতিল করা হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

‎‎সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

‎‎তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর