Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলার চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৫

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটকদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাগুলো নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যেকোনো দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর