Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যু
ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১১:০২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১২:১৭

শোক বইতে স্বাক্ষর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।

এ উপলক্ষ্যে তিনি সোমবার (০৬ জানুয়ারি) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হাইকমিশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানান।

এ সময় প্রেস কাউন্সেলর মো. তৈয়ব আলী ও কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমিও সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শাহবাজ শরিফ হাইকমিশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন

শোকবইয়ে স্বাক্ষরকালে বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শাহবাজ শরিফ।

তিনি বলেন, জনসেবায় নিবেদিত এই নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ও অনুপ্রেরণাদায়ক উত্তরাধিকার রেখে গেছেন। পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

শোকবার্তা শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার পরিবার, গুণগ্রাহী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

একই সঙ্গে, তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানান।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং বাংলাদেশ হাইকমিশনে এসে শোকবইয়ে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর