Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫২

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। চলতি মাসের ২১ তারিখ থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর