Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিসিএ চূড়ান্ত করতে ২ দিনব্যাপী আলোচনায় বসছে ঢাকা-ব্রাসেলস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১২:৪৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮

ঢাকা: বাংলাদেশ ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত করতে শেষ দফার আলোচনায় বসছে ঢাকা ও ব্রাসেলস। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় দুই দিনব্যাপী এ বৈঠকের প্রথম দিন। দ্বিতীয় দিনের আলোচনা হবে সিলেটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। অপরদিকে ইইউর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিসিএর খসড়া চূড়ান্ত করতে এটি শেষ দফার আলোচনা। আলোচনা সফলভাবে শেষ হলে আগামী জুনের মধ্যে চুক্তিটি সইয়ের দিকে অগ্রসর হবে উভয় পক্ষ। সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তারাই ব্রাসেলসের সঙ্গে চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শেষ করবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ইইউর সম্পর্কের বয়স ৫০ বছরেরও বেশি। শুরুতে ইইউ ছিল বাংলাদেশের উন্নয়ন অংশীদার ও দাতাগোষ্ঠী, যা পরবর্তী সময়ে রাজনৈতিক সম্পর্কের পর্যায়ে উন্নীত হয়। ২০০১ সালে বাংলাদেশ ও ইইউর মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়, যেখানে অর্থনীতি, উন্নয়ন, সুশাসন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সময়ের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ফলে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে পিসিএ চুক্তি নিয়ে আলোচনা শুরু করে ইইউ। প্রায় দেড় বছরের আলোচনা শেষে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

গত বছরের এপ্রিলে ব্রাসেলসে পিসিএর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে আরও তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে শেষ দফার আলোচনা।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইইউর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর নতুন করে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের সেপ্টেম্বরে পিসিএ চুক্তির খসড়া ব্রাসেলস থেকে ঢাকায় পাঠানো হয়। মানবাধিকারভিত্তিক আইনি কাঠামোর ওপর দাঁড়িয়ে প্রণীত এ চুক্তিতে সংযুক্তি, প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর