Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ফেব্রুয়ারি থেকে সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সে অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে বাহিনীগুলো মাঠে নামবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।

পরিপত্র অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫ থেকে ১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৭ থেকে ১৮ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এই সংখ্যা হবে ১৭ জন।

এ ছাড়া জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

শীতে নারীদের মানানসই জুতা
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর