ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ‘পাতানো’ খেলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। বর্তমানে সেখানে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে।
এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কমিশন ইনসাফে বিশ্বাসী। যারা আপিল আবেদন করছেন, আইনি তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিটি আবেদনের সমাধান করা হবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি প্রার্থী ন্যায়বিচার পাবেন।
সিইসি আরও উল্লেখ করেন, নির্বাচনি মাঠের শৃঙ্খলা রক্ষায় কমিশন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না।
এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে বা বাতিলের দাবিতে গত তিন দিনে ইসিতে মোট ২৯৫টি আপিল জমা পড়েছে। আজ চতুর্থ দিনেও সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ ব্যক্তিরা ইসিতে এসে আপিল করছেন।
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এবার আর পাতানো নির্বাচন হবে না: সিইসি
স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১১:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৩:৪৬
৮ জানুয়ারি ২০২৬ ১১:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৩:৪৬
সারাবাংলা/এনএল/ইআ