Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ দিনে ইসিতে আরও ১৭৪ আপিল জমা

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২১:২৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে ১৭৪ টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে মোট আপিল দাঁড়াল ৪৬৯ টি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

‎তিনি জানান, বৃহস্পতিবার ১৬৪ বাতিলের বিরুদ্ধে ও ১০টি গ্রহণের বিরুদ্ধে আপিল জমা পড়েছে।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে।
‎৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। আর তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪ টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে চারদিনে মোট ৪৬৯ টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

‎‎তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন চলবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর